ঢাকা, বাংলাদেশ

শনিবার, অগ্রহায়ণ ৮ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪

English

অর্থনীতি

আবারো স্বর্ণের দাম বাড়লো

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ২৩ নভেম্বর ২০২৪

আবারো স্বর্ণের দাম বাড়লো

ফাইল ছবি

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। ২৪ নভেম্বর (রবিবার) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 আগে, সবশেষ গত ২১ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২২ নভেম্বর থেকে।

এছাড়া গত ১৯ নভেম্বরও বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। আর গত ১৪, ১২, ৭ ও ৪ নভেম্বর কমানো হয়েছিল দাম।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩১ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।ন

ইউ

রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলো ইউরোপের ৭ দেশ

নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

পেটে ক্ষুধা রেখে সংস্কারের কথা কারো ভালো লাগে না: মান্না

 ‘জুলাই বিপ্লবে ঢামেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা জুগিয়েছে’

যথাযথ তদন্ত হবে, নিরীহ মানুষ যেন হয়রানি শিকার না হয়: আইজিপি

সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনে যাওয়া হবে: নাহিদ ইসলাম

ইসরায়েলের বোমা হামলা, কোমায় লেবাননের নারী ফুটবলার

আবারো স্বর্ণের দাম বাড়লো

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ১০ জনের

ফার্মগেটে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ফার্মগেটে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বিবেচনায় রয়েছে

নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

ব্যাটারিচালিত রিকশার চালক-মালিকদের সাত দিনের আল্টিমেটাম