ফাইল ছবি
আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা, যাচাই-বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুলও দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল, তার নথি এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলেছে আদালত।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা একটি রিটের ওপর প্রাথমিক শুনানি করে এসব আদেশ দেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম হাইকোর্টে শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি। আদানির স্বার্থ দেখা হয়েছে।
তিনি জানান, দেশের স্বার্থেই আদানি চুক্তি পর্যালোচনা করা দরকার বলে হাইকোর্ট মন্তব্য করেছে।
এর আগে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।
গত ছয় নভেম্বর বিদুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে ‘অন্যায্য একতরফা চুক্তি’ পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়।
ইউ