ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, অগ্রহায়ণ ৪ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪

English

অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি-বিশ্বব্যাংক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ১৯ নভেম্বর ২০২৪

ডিসেম্বরের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি-বিশ্বব্যাংক

ফাইল ছবি

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এ সময় সংবাদ সম্মেলনে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সঙ্গে নিয়ে এই সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে বর্তমান অন্তর্বর্তী সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে কী পরিমাণ ঋণ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে এমন প্রশ্ন করা হলে এর উত্তর দেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব পলিসি নিচ্ছে এগুলোর ব্যাপারে আইএমএফ ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। আমাদের প্রকৃত যে প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি টাকা আমরা পাচ্ছি।

খায়েরুজ্জামান মজুমদার বলেন, এরই মধ্যে এডিবির সঙ্গে ৬০০ মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশনে হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে এই অর্থ আমরা পাব। বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়ে গেছে। এটিও ডিসেম্বরের মধ্যে পাব। এই দুটি ঋণের প্রকৃত অংক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুটিই আমরা ডাবল করে পাচ্ছি।

অর্থ সচিব বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফ’র কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছি। এর মধ্যে এই বছরে আমরা অতিরিক্ত ১ বিলিয়ন ডলার চেয়েছি। আগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। আমরা আশাবাদী এটা আমরা পাব।

ইউ

কলেজছাত্র হত্যায় জড়িত তিনজনের মৃত্যুদণ্ড

দুই সপ্তাহের মধ্যে বিচারপতি নিয়োগে আইন

কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা

আদানির বিদ্যুৎ কেনা নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ডিসেম্বরের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি-বিশ্বব্যাংক

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার ১৭ বছর

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না

কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনোটি বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

আ. লীগের সমাবেশে বাধা প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

তিতুমীর কলেজে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কঠোর অবস্থানে পুলিশ ও সেনা

আলুর কেজি ৪২০ টাকা!

সংসদ সচিবালয় পরিচালনায় অতিরিক্ত ক্ষমতা পেলেন আসিফ নজরুল

কাকরাইল মসজিদের সামনে সাদপন্থিদের অবস্থান, তীব্র যানজট

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪