ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৩ জানুয়ারি ২০২৫

English

অর্থনীতি

খরচ কমিয়ে হজের ২ প্যাকেজ ঘোষণা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ৩০ অক্টোবর ২০২৪

খরচ কমিয়ে হজের ২ প্যাকেজ ঘোষণা

ফাইল ছবি

দায়িত্ব নেয়ার পর থেকেই হজ পালনের খরচ কমানোর কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এর অংশ হিসেবে আলোচনার জন্য সৌদি আরব সফরেও যান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

বিমান ভাড়াসহ অন্যান্য খরচ কতটুকু কমানো গেছে, সিন্ডিকেট ভেঙে কীভাবে খরচ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনা যায় সেই কাজ চলছে বলে গত আগস্টেই উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানিয়েছিলেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

খরচ কমাতে সরকারের নানামুখী উদ্যোগের পর বুধবার (৩০ অক্টোবর)  ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের হজ প্যাকেজ। হজ পালনের সময় মক্কা থেকে কতটা দূরে অবস্থান করবেন তার ওপর ভিত্তি করে দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। দুটিরই ব্যয় চলতি বছরের তুলনায় কমেছে।

বাংলাদেশ সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় ২০২৫ সালের হজ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়।

সভা শেষে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে হজ অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ নিলে ব্যয় হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।

এই প্যাকেজের আওতায় থাকা যাবে মসজিদুল হারামের আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে বাড়িতে। এছাড়া মক্কা ও মদিনায় রুম প্রতি সর্বোচ্চ ছয় জন করে থাকতে পারবেন এবং প্রতিটি রুমে অ্যাটাচ বাথ ও রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে।

সরকারি প্যাকেজের সঙ্গে অতিরিক্ত অর্থ দিয়ে হজযাত্রীরা মক্কা ও মদিনায় ২, ৩, এবং ৪ শয্যার রুম বা শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন।

দুই সিটের রুমের মোট প্যাকেজ ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ১৭ হাজার ২০০ টাকা। তিন সিটের রুমের প্যাকেজ খরচ ৫ লাখ ৭০ হাজার ৮৮০ টাকা এবং চার সিটের রুমের প্যাকেজ ব্যয় ৫ লাখ ৪৭ হাজার ৭২০ টাকা।

সরকারি ব্যবস্থাপনা হজ প্যাকেজ-২ এর (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

দুই সিটের রুমের প্যাকেজ ব্যয় ৭ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকা। তিন সিটের রুমের প্যাকেজ ব্যয় ৭ লাখ ৫ হাজার ৫৩০ টাকা এবং চার সিটের রুমের প্যাকেজ ব্যয় ৬ লাখ ৭৩ হাজার ৭০ টাকা।

বেসরকারিভাবে সাধারণ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

সবগুলো প্যাকেজের খরচই চলতি বছরের প্যাকেজের তুলনায় কমেছে।

গত বছরও সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য দুটি প্যাকেজ ছিল।

এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

বেসরকারিভাবে ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ।

২০২৪ সালের হজের প্যাকেজ নির্ধারণের সময় এক সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি মুদ্রা ২৯ টাকা ৭৪ পয়সা ধরে প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছিল। এবার তা বেড়ে ৩২ টাকা ৫০ পয়সা হওয়ার পরও হজ প্যাকেজের খরচ কমেছে।

ওই প্যাকেজগুলোর আওতায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান। এর মধ্যে ৬৫ বাংলাদেশির মৃত্যু হয়।

আগামী বছর হজ ব্যববস্থাপনায় যুক্ত থাকা ব্যক্তিদেরকেই কেবল সরকারি টাকায় হজে নেওয়া হবে। প্রতিবছর যেভাবে কিছু লোককে সরকারি খরচে হজে নেওয়ার ব্যবস্থা থাকে তা এবার রাখা হবে না বলে আগেই জানিয়েছে সরকার।

সরকারি হজ প্যাকেজ-১ এর আওতায় মক্কায় হারাম শরীফের ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববীর দেড় কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা রাখা হয়েছে। এছাড়া মিনায় গ্রিন জোনে তাঁবু, আরাফা-মিনা-মুযদালিফা রুটে বাস ও ট্রেনের মাধ্যমে যাতায়াত এবং খাবার পরিবেশনের সুবিধা পাবেন হজযাত্রীরা।

প্রতি হজযাত্রীকে খাবার বাবদ অন্তত ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে রাখতে হবে। প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডেরও ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে ধর্ম সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউ

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গণঅভ্যুত্থানে আহতরা

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস

ব্লু টিক বিহীন উপদেষ্টা আসিফের ফেসবুক আইডি সচল

শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

জামায়াত কোন সেক্টরে যুদ্ধ করেছে, প্রশ্ন রিজভীর

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: উপদেষ্টা শারমীন

শৈত্যপ্রবাহে ইন্টারনেট ধীরগতির কারণ: প্রযুক্তিগত বিশ্লেষণ

ইউপি নারী সদস্যকে হত্যার ঘটনায় ডিসির কাছে স্মারকলিপি প্রদান

আহসান হাবীবের অভিযাত্রা নিঃসঙ্গ এবং নিঃশঙ্ক

সীমান্তে নিরাপত্তা প্রশ্নে মমতার বক্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্ক

কড়াইল বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা 

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ