ঢাকা, বাংলাদেশ

শনিবার, পৌষ ১২ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪

English

অর্থনীতি

শুধু ঘোষণা নয়, এসডিজি বাস্তবায়নে রাখতে হবে জবাবদিহিতা: দেবপ্রিয়

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২৭ অক্টোবর ২০২৪

শুধু ঘোষণা নয়, এসডিজি বাস্তবায়নে রাখতে হবে জবাবদিহিতা: দেবপ্রিয়

ফাইল ছবি

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) শুধু ঘোষণা দিলে হয় না, রাষ্ট্রকেও দায়িত্ব দিলে হয় না, জবাবদিহির ব্যবস্থা রাখতে হবে।

রবিবার (২৭ অক্টোবর) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ।

সভাপতির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এসডিজি বাস্তবায়নের অন্যতম মূল স্তম্ভ বাংলাদেশের ভলেন্টারি ন্যাশনাল রিভিউ (ভিএনআর)। যখন আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় গেলাম তখন এর অন্যতম মূল অনুষঙ্গ ছিল এই জবাবদিহির ব্যবস্থা, যেটার নাম হলো এই ভিএনআর। সম্পূর্ণ একটি পরিবর্তিত রাজনৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ভেতরে সংলাপটি করছি। এটি সম্পূর্ণ নতুন গুণগত পরিস্থিতি ও নতুন সুযোগ। আমরা সাধারণ মানুষের কথা শুনেছি। সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’

তিনি বলেন, ‘এটা পরিষ্কার হয়েছে যে জাতীয় স্বপ্রণোদিত সমীক্ষাকে জাতীয় হতে হবে। এই জাতীয় সমীক্ষা সরকারি হতে পারবে না। এখানে নাগরিক ও খাতের সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন ও চ্যালেঞ্জগুলো প্রতিফলিত করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে সেখানে উত্থাপিত করতে হবে।’

এই অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের সমীক্ষার মাধ্যমে তথ্য উপাত্তের ঘাটতি পূরণ করতে হবে। এসডিজি ডেটা ট্রেকার কোভিডের পর থেকে দুর্বল হয়ে গেছে, সেই তথ্য উপাত্তের সামগ্রিক মূল্যায়ন দেখতে চাই। তথ্য উপাত্তকে সংহত করার জন্য একটা কর্মপরিকল্পনা আসবে এটা আমরা প্রত্যাশা করি।’

তিনি জানান, ‘টেকসই উন্নয়নের এই ধারাটি শুধুমাত্র সরকার না, এটি একটি আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে করা হয়েছে। এটা মনে রাখতে হবে। সেহেতু আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের আগে সেভাবে নেওয়া হয়নি।’

বাংলাদেশের ভলেন্টারি ন্যাশনাল রিভিউ (ভিএনআর) ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক নাগরিক প্লাটফর্মের সংলাপে আরও উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্ম কোর গ্রুপ সদস্য ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শাহীন আনাম প্রমুখ।

ইউ

ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি

মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

‘আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে’ 

লামায় ১৭ ত্রিপুরা পরিবারের বাড়িঘর পোড়ানোর ঘটনায় ক্ষতিপূরণ দাবি

টাঙ্গাইলে বনভূমি দখলমুক্ত, সাভারে ইটভাটায় জরিমানা

ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ

খালেদা -তারেকের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের  প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে: ড. ইউনূস

প্রয়াত মনমোহন সিংয়ের বাসভবনে মোদি, শনিবার শেষকৃত্য

যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম

টেকনাফে দুর্ঘটনাকবলিত জাহাজের ৭২ যাত্রীকে উদ্ধার

কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী আটক

‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ