ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৫ এপ্রিল ২০২৫

English

অপরাধ

যুব মহিলা লীগের দুই নেত্রী রিমান্ডে

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ৭ এপ্রিল ২০২৫

যুব মহিলা লীগের দুই নেত্রী রিমান্ডে

ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল করার অভিযোগে যুব মহিলা লীগের দুই নেত্রীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আদালতের এই আদেশ অনুসারে, যুব মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) এবং দপ্তর সম্পাদক সাবরিনা ইতির (৩২) রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ ফারহান ইবনে গফুর তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রবিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ৪ এপ্রিল সকালে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন দুষ্কৃতিকারী শেরে বাংলা নগর থানা এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করে। মিছিলের অংশ হিসেবে তারা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয়। পুলিশ আসার পর তারা পালিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এবং সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই মিছিল করেছিল, যা দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রের অংশ ছিল। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

ইউ

নববর্ষ উপলক্ষে  শার্শায় আনন্দ শোভাযাত্রা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

এই বৈশাখ নতুন দিগন্ত নিয়ে আসবে: মির্জা ফখরুল

বাংলা একাডেমিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা

কনসার্ট ও ড্রোন শো, র‌্যাবের চার স্তরের নিরাপত্তা

পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্র

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

কুমারী জলে বাল্যস্মৃতির মায়া ও প্রেমের প্রতিচ্ছবি

বায়ুদূষণরোধে মাতুয়াইল ও আমিনবাজারে অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

দিনটা তোমাদের মতোই উজ্জ্বল, রঙিন আর প্রাণবন্ত

থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

সন্ধ্যায় ঢাকার আকাশে ঝলমলে ড্রোন শো, কনসার্ট

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, শুল্ক ছাড়ে স্বস্তি

বাবা-মাকে খুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার কিশোর

দেশের প্রধান দাবি এখন ভোটাধিকার ফিরে পাওয়া: রিজভী