ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ এপ্রিল ২০২৫

English

অপরাধ

উপাধ্যক্ষ খুনের ঘটনায় দম্পতি গ্রেফতার

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ১২ মার্চ ২০২৫

উপাধ্যক্ষ খুনের ঘটনায় দম্পতি গ্রেফতার

ছবি সংগৃহীত

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে ধর্ষণচেষ্টার কারণে খুন করার অভিযোগে গ্রেফতার হওয়া দম্পতি মো. নাজিম হোসেন (২১) ও রুপা বেগম (২৩) সংবাদ সম্মেলনে তাদের দাবি জানিয়েছেন।

গত ১০ মার্চ রাতে উত্তরখানের একটি ফ্ল্যাটে সাইফুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সাইফুর রহমান ওই দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে তার বাসায় নিয়ে যান। সেখানে তিনি রুপার সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন।

গ্রেফতার দম্পতি জানান, সাইফুর রহমানের ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় তারা আত্মরক্ষার্থে তাকে হত্যা করেন। ঘটনার পর তারা পালিয়ে যান এবং পরে ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের সময় সাইফুর রহমানের ফ্ল্যাটে রুপা ও নাজিম একসঙ্গে ছিলেন। সাইফুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত চলছে এবং গ্রেফতার দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সাইফুর রহমানের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত রক্তক্ষরণ উল্লেখ করা হয়েছে।

এদিকে, নিহতের ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া এ ঘটনায় মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে নিহতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এখন প্রশ্ন উঠছে, মামলাটি কোন দিকে যাবে। উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম জানিয়েছেন, এটি একটি হত্যা মামলা এবং আদালতে ট্রায়ালের সময় আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ইউ

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুদক

সরকারি প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগের নীতিমালা

ইসলামী ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জাভেদ হাসপাতালে ভর্তি

বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা ​​​​​​​

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে

সরকারের নতুন আউটসোর্সিং নীতিমালা জারি

খুলনায় ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

ড. ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি

আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

রাজধানীতে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত 

বাগেরহাটের শরণখোলায় অবৈধ ড্রেজার জব্দ