ঢাকা, বাংলাদেশ

রোববার, , ০৯ মার্চ ২০২৫

English

অপরাধ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ৮ মার্চ ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ফাইল ছবি

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটির মা মাগুরা সদর থানায় এজাহার পাঠান। মামলার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুর রয়েছেন। তারা ইতোমধ্যে পুলিশের হেফাজতে ছিলেন এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, শিশুটি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং তার মা সেখানে আছেন। মামলার এজাহার পাঠানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি শ্রীপুর উপজেলার বাসিন্দা। কয়েক দিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির গলায় দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঁচড় রয়েছে। যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে এবং গলার আঘাত গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে।

ইউ

দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি কোয়ালিশনের

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি

অনলাইনে নারীদের প্রতি হয়রানি ও সহিংসতার ঝুঁকি বাড়ছে

নাসা গ্রুপের চেয়ারম্যানের ৭টি বাড়ি জব্দের আদেশ

ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেখানে মব সেখানেই গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

ঈদে যখন যে অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে

আজিজ খান ও তার পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

মোবাইলে ব্যস্ত নববধূ, বাসররাতে বর ফিরে গেলেন একা

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

হাইকোর্টের নির্দেশ: ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ এপ্রিল থেকে শুরু করবে ইসি