ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ০১ ফেব্রুয়ারি ২০২৫

English

অপরাধ

‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:১০, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:১২, ১ ফেব্রুয়ারি ২০২৫

‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ‘মাদকাসক্ত’ মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে নিজের চার বছরের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন।


তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় আয়না নুর ইসলাম নামের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯নম্বর বাসা থেকে শিশুকে উদ্ধার করা হয়।


অভিযুক্ত নারীর স্বামী আতিকুল ইসলামের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন আরও জানান, মেয়ে আয়না নুর ইসলাম (৪) ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তাসনিয়া চৌধুরী। তার স্বামী আতিকুল ইসলাম দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধশ্বরীতে আলাদা বাসায় থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হতো।


তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চায় স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তখন তার স্বামী আতিকুল ইসলাম এত রাতে তাকে আসতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করে তাসনিয়া এবং সে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। এ সময় পাঁচ মাসের ছেলেকেও সে আঘাত করে। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে প্রথমে তাকে সিদ্ধেশ্বরীতে বাবার বাসয় নেওয়া হয়। সেখান থেকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার রাতে শিশুটিতে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে গুলজার হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক তাসনিয়া চৌধুরী আটক রয়েছেন। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন, সে বিষয়টি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

//এল//

ক্রিকেটার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

২২ বছর পর বাবার দেখা পেল দুই ফিলিস্তিনি কন্যা

শীতে বেড়েছে ভুঁড়ি? কমানোর উপায় জানুন

নোয়াখালীতে চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আন্দোলনে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন

আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ফের দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে, শপিং মলের কাছে ভেঙে পড়ল বিমান

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন, নেয়া হয়েছে হাসপাতালে

নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ হাইকমিশনের

বিশ্ব ইজতেমার প্রথম দিনেই ৩ মুসল্লির মৃত্যু

বইমেলা উপলক্ষে ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের যে বার্তা দিলো সদর দপ্তর