ছবি সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
ব্যাংকের ভেতরে প্রায় ১০ জন কর্মকর্তা এবং ১৫ জন গ্রাহক জিম্মি অবস্থায় রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের মুক্ত করতে এবং ডাকাতদের আটক করতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে সশস্ত্র ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে এবং ভেতরে উপস্থিত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যাংকের ভেতরে অন্তত দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেছেন, “ডাকাতরা ব্যাংকের ভেতরে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছি।”
ডাকাতদের আটক এবং জিম্মিদের মুক্ত করতে ব্যাংকটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে যেন কোনো প্রাণহানি না ঘটে। ব্যাংকের আশপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পরপরই ব্যাংকের আশপাশে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জনগণকে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে এবং অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত অভিযান চলছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ তৎপর রয়েছে।
ইউ