ছবি সংগৃহীত
নরসিংদীর শিবপুরে নিছক চুরি করতে দেখে ফেলায় এক পোল্টি ফিড ব্যাবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৯ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মোরশেদ ফকিরের বাড়ির ওঠানে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত দৌলত হোসেন খান (৫২) মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৭/৮ জন চোর রাতের আদারে নিহত পোল্টি ফিড ব্যাবসায়ী দৌলত হোসেন খানের গাড়ীর ব্যাটারি চুরি করতে আসে। ঘটনাটি আঁচ করতে পেরে পোল্টি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে ঘর থেকে বের হন। বাড়ি থেকে ১০০ গজ দূরে মোরশেদ ফকিরের বাড়ির পাশে গেলেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত হোসেন খানের উপর অতর্কিতে হামলা চালায়। ওই সময় দৌলত খানকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপাতে থাকে । ওই সময় দুর্বৃত্তরা তার বুকের পাজর ও লিঙ্গ, হাত পা ও পিঠ আলগা করে ফেলে । তার আর্তচিৎকারে আশপাশের বাড়ির মানুষ এগিয়ে আসার চেষ্ট করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান জানান, খুনি যেই হোক তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
ইউ