ছবি সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহীড়ি হাটের অপু জুয়েলার্সে নকল সোনা বিক্রি করতে এসে আটক হয় নাজমা বেগম (৪২) নামের দুই সন্তানের জননী এক নারী।
আপু জুয়েলার্সের স্বত্বাধিকারী নন্দ কুমার বনিক জানান, ‘বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় আমার জুয়েলারি দোকানে নাজমা নামে এক নারী একটি স্বর্ণের আংঠি বিক্রি করতে আসেন। সেই সময় ওই স্বর্ণের আংটিটি নকল বলে আমার সন্দেহ হয়। পরে কষ্টি পাথরে যাচাই করে নকল স্বর্ণ ধরা পড়ে।’
বালিয়াডাঙ্গী থানার পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম নাজমা বেগম এবং যশোর জেলার কিশবপুর থানার যাতপুর চাচড়া খামারপাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী বলে জানায়।
তিনি আরো বলেন, ‘আমাকে রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করে।’
পরে পুলিশ স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবুর জিম্মায় ওই নারীকে ছেড়ে দেন।
এ ঘটনায় লাহিড়ী বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া নারীর নাম ও পরিচয় সঠিক কীনা তা জানা যায়নি।
ইউ