
ফাইল ছবি
বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের উদ্যোগে একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশগ্রহণকারীদের উপর পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিপেটা করে। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি প্রদান করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও বিষ্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারা এক বিবৃতিতে জানায়, "নারী ও শিশু ধর্ষণ সম্প্রতি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সচেতন নাগরিকদের এই প্রতিবাদে অংশগ্রহণ করা তাদের গণতান্ত্রিক, নাগরিক অধিকার ও মানবাধিকার।"
মহিলা পরিষদ আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলন দমন না করে, বরং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে জোর দাবি জানিয়েছে। তারা আরও দাবি করেছে, ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।
ইউ