ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৫ জানুয়ারি ২০২৫

English

বৃত্তের বাইরে

গৃহকর্মীদের কল্যাণে অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:০৭, ২৪ জানুয়ারি ২০২৫

গৃহকর্মীদের কল্যাণে অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ

সংগৃহীত ছবি

গৃহকর্মীদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং তাদের সুরক্ষা এবং কল্যাণে অংশীজনদের ভূমিকা তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার  সকাল ১০টায় কর্মজীবী নারীর আয়োজনে এবং সুনীতি প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ ট্রেনিং এন্ড রিসার্চ ফাউন্ডেশন, পল্লবী, মিরপুরে গৃহকর্মীদের অধিকার বিষয়ে সচেতন অংশীজনদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভায় বিশিষ্টজনেরা একথা বলেন ।


জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। প্রকল্প কর্মকর্তা রাবেয়া আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, যারা গৃহকর্মীদের জন্য সেবামূলক কাজ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ ও গৃহকর্মী আঞ্চলিক ফোরামের নেতৃবৃন্দ এবং অক্সফ্যাম বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা ফারহানা আক্তার। মোট ৪২ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। কর্মজীবী নারীর প্রকল্প ব্যবস্থাপক ফারহানা আফরিন তিথির সূচনা বক্তব্য এবং তথ্য উপস্থাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।


অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যের মাধ্যমে গৃহকর্মী অধিকার নিয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ প্রদান করেন।
মাহফুজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক,” গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ গৃহকর্মীদের জন্য প্রয়োজনীয় অধিকার তুলে ধরেন এবং শিশু শ্রম বন্ধের দাবি জানান।”


ইয়াসমিন সুলতানা, উপ-তত্ত্বাবধায়ক, সোসিও ইকোনমিক সেন্টার, সমাজসেবা অধিদপ্তর গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুবিধা প্রদান করার কথা জানান।


প্রকল্প কর্মকর্তা ইমামুম রহমান বলেন,  ইসলামিক রিলিফ গৃহকর্মীদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ডাটাবেজ তৈরি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য ইন্সুরেন্স ব্যবস্থা প্রস্তাব করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো: বাচ্চু মিঞা, নির্বাহী পরিচালক, স্কিল টু ইন্ডাস্ট্রিজ, নাসরিন সুলতানা, ম্যানেজার, হিড বাংলাদেশ, মো: সাউফুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মো: মুন্নু মোল্লা, এডমিন অফিসান, ভাপসা, মোমিনুর রহমান মোমিন, ফিল্ড সুপারভাইসর, কর্মজীবী নারী, সালমা আক্তার, সাব-ইন্সপেক্টর, মিরপুর মডেল থা না, ইকবাল হোসেন, পরিচালক, রাড্ডা এবং ইমানুর রহমান মিঠু, অধ্যক্ষ, সমাজসেবা অধিদপ্তর।
 

//এল//

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ

পিরোজপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি গঠন

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

ইসির নিয়োগ পরীক্ষা স্থগিত

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ আহত ৫

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত

গৃহকর্মীদের কল্যাণে অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ

‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে’ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ

‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা রিজভীর

খোঁজ মিলেছে রুবিনাকে হেনস্তা করা সেই গাড়ি মালিকের

আগামী সপ্তাহে নিলামে উঠছে ২৪ এমপির গাড়ি 

চাল-মুরগির দামে অস্বস্তি

৭৪ বছর বয়সে ডিম পাড়ল অ্যালবাট্রস পাখি