ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, পৌষ ১১ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি মহিলা পরিষদের 

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ২৬ ডিসেম্বর ২০২৪

অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি মহিলা পরিষদের 

ছবি সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে।  একইসঙ্গে এই ঘটনার দ্রুত, সুষ্ঠু তদন্ত  সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

বৃহস্পতিবার (২৬ ডিমেম্বর) এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত প্রায় ১টায় বান্দরবানের লামা উপজেলার সরই  ইউনিয়নের নতুন তংঙঝিরিপাড়ার বাসিন্দারা বড়দিন উদযাপন উপলক্ষে  নিজেদের ঘরবাড়ি খালি রেখে পাশের তংঙঝিডি পাড়া গ্রামের গির্জায় যায়। রাতে ঘরবাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় তাদের ১৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।’

একইসঙ্গে নারীবাদি সংগঠনটি এই আদিবাসী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব পালনের দিনে এ হেন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।  

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে, এই এলাকায় ইতোপূর্বেও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কাউকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়  না আনার ফলে আবারও তাদের উচ্ছেদের জন্য এই ধরণের বর্বর হামলা চালাতে সাহস পেলো।’
 

ইউ

তিব্বতে চীনের মেগা বাঁধ: ভারত ও বাংলাদেশের জন্য অশনি সংকেত

পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ

কাকরাইলে তাবলিগী কার্যক্রমে সাদপন্থিদের বিরত থাকার নির্দেশ

আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ 

সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর

বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

চাকরিচ্যুতদের আমরণ অনশন ভাঙালেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ সাহিত্যিক

জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান: এইচআরএফবি

টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন