ঢাকা, বাংলাদেশ

শনিবার, পৌষ ৬ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, জড়িতদের শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৮ আগস্ট ২০২৪

নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, জড়িতদের শাস্তি দাবি

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ২৮ আগস্টের বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, রাজধানীর হাতিরঝিল এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় বেসরকারি টেলভিশন গাজী টিভির নিউজরুম এডিটর এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা গেছে, নিহত নারী সাংবাদিক রাহানুমা সারাহ তার স্বামী সায়েদ শুভ্রর সাথে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। গত ২৬ আগস্ট সোমবার রাহানুমা সারাহ তার অফিসে যান। রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে তিনি বাসাভাড়ার টাকা স্বামীকে পাঠিয়ে দেন। নিহত রাহানুমার স্বামী তাকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন। গত ২৭ আগস্ট ২০২৪ তারিখ মঙ্গলবার হাতিরঝিল এলাকায় পথচারীরা রাহানুমার নিথর দেহ পানিতে ভাসতে দেখতে পায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখাসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিবৃতিতে আরো বলা হয়, দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নারী ও কন্যারা বিভিন্ন সহিংতার শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাজীবী নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন।

নারী সাংবাদিক রাহানুমা সারাহ এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ঘটনার রহস্য উদঘাটনপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। পাশাপাশি নারী ও কন্যার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে। এছাড়া নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানানো হয়েছে।

ইউ

অধিকার মর্যাদা নিশ্চিত করতে বৈষম্যগুলো দূর করার আহ্বান

বিপিএল ইতিহাসে প্রথমবার ট্রফি ভ্রমণ

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি মিজান সড়ক দুর্ঘটনায় নিহত

কমিশনের খসড়া সুপারিশে অসন্তোষ: আন্দোলনের পথে ২৫ ক্যাডার কর্মকর্তা

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

স্টল ভাড়া কমানোর দাবিতে বাংলা একাডেমিতে অনশনের ঘোষণা 

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের আহ্বান 

ইউসেপ বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন হলেন ড. ওবায়দুর 

রাজনৈতিক স্বদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার ফলপ্রসূ হবে না

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ