ছবি সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে সহপাঠী ও প্রক্টর কতৃর্ক আত্মহত্যার প্ররোচনার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে স্মারকলিপি প্রদান করেছে মহিলা পরিষদ।
সোমবার (২৫ মার্চ )পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু: মুশফিকুর রহমানের নিকট ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে ঘটনার শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা ও দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে ১৫ মার্চের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কতৃর্ক আত্মহত্যায় প্ররোচনার ঘটনা ঘটেছে। ফাইরুজ সাদাফ অবন্তিকা সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে গত ১৫ মার্চ ২০২৪ তারিখ রাতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে তার সুইসাইডাল নোটে উল্লেখ করেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সংগঠনের আইন বিশেষজ্ঞ কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. এস এম এ সবুর, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি পরিচালক (ভারপ্রাপ্ত) অ্যাড. দীপ্তি সিকদার ও জুনিয়র আইনজীবী সৌমিক শরীফ শাওন।
ইউ