প্রতীকী ছবি
এই ছবিটি ১৯৯০ সালের। তখন স্কুলে পড়তাম। আব্বার প্রশ্রয়ে চলতো আমার নানা রঙের ঢং। নায়িকাদের মত ডিজাইনার ড্রেস, জুতা, রোদ চশমা, চুলে লাগানোর জন্য প্লাস্টিকের ফুল কিনে দিতেন। আম্মার চোখ রাঙানি থাকতো। আব্বা ব্যাপারটা খুব পছন্দ করতেন। আম্মাকে রাগতে দেখলে আনন্দ পেতেন।
‘আ প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে’-- হুমায়ূন আহমেদের উক্তি। আমিও আব্বার কাছে আহ্লাদী রাজকন্যা ছিলাম। আমার মত অনেকেই তাদের বাবার কাছে রাজকন্যা। আমি যখন দেখি আমার কন্যাও তার বাবার চোখে রাজকন্যা, খুব খুশি হই,আনন্দ পাই দেখে। বাবার কাছে মেয়েদের অবস্থান এমনটাই হওয়া উচিত।
ইউ