ফাইল ছবি
রমজান মাসে প্রকাশ্যে পান খাওয়ার অজুহাতে প্রতিভা রানীকে লাঠিপেটা করে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
রবিবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৯ মার্চ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জের ৭ নম্বর বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে বাগানে পাতা কুড়াতে কুড়াতে পান খাওয়ার সময় রমজান মাসে প্রকাশ্যে পান খাওয়ার অজুহাতে একই গ্রামের কালিমুদ্দিণ গাহীর ছেলে নুরুল আমিন বাঁশের লাঠি দিয়ে বেদম প্রহান করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে বর্বরভাবে গলায় পাড়া দিয়ে ধরে রাখে। প্রতিভা রানীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তার অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মহিলা পরিষদের সদস্যগণ সরাসরি এলাকায় গিয়ে এই ঘটনার সত্যতা পান।ধর্মের নামে এই উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও তীভ্র ক্ষোভ প্রকাশ করছে।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা সামাজিক সম্প্রীতি বিঘ্ন করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত দুস্কৃতিকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
ইউ