ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ১৫ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

অধিকার রক্ষায় কাবুলে ফের নারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:০০, ৩০ ডিসেম্বর ২০২১; আপডেট: ১৬:২৫, ৬ জুলাই ২০২২

অধিকার রক্ষায় কাবুলে ফের নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: 
নারীদের অধিকার রক্ষা ও সাবেক আফগান সেনা সদস্যদের খুঁজে খুঁজে হত্যার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। তবে তাদের সেই মিছিল বেশিদূর এগোতে দেয়নি তালেবান রক্ষী বাহিনী।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় এলাকার একটি মসজিদের সামনে জড়ো হন প্রায় ৩০ জন নারী। তারপর ‘ন্যায়বিচার, ন্যায়বিচার’ স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হতে থাকেন।

কিন্তু কয়েকশ মিটার যাওয়ার পরেই তাদের মিছিল থামিয়ে দেয় তালেবান রক্ষীবাহিনী। পাশাপাশি, যেসব সাংবাদিক নারীদের এই কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হয়েছিলেন তাদেরকে আটক করা হয়। যেসব ফটো সংবাদিক বিক্ষোভ কর্মসূচির ছবি তুলেছিলেন, তাদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে সেসব ছবি মুছে তা ফেরত দেয় রক্ষী বাহিনীর সদস্যরা।আটক সাংবাদিকদেরও কিছু সময় পরে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রহস্যজনকভাবে দেশের তরুণেরা, বিশেষ করে সাবেক আফগান সেনাদের হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে নারীরা বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। মিছিলে যোগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিক্ষোভে অংশ নেওয়া নায়েরা কোহিস্তানি নামের এক নারী বলেন, ‘আমি বিশ্বকে বলতে চাই, তারা তালেবানকে হত্যা বন্ধ করতে বলুক। আমরা স্বাধীনতা চাই। আমরা বিচার চাই। আমরা মানবাধিকার চাই। নারীর অধিকার মানেই মানবাধিকার। আমাদের অবশ্যই অধিকার রক্ষা করতে হবে।’

গত আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে তালেবান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ছোট-বড় বিক্ষোভ হয়ে আসছে।

এদিকে, একই দিন কাবুলের অন্যপ্রান্তে নারীদের শিক্ষা ও কাজের অধিকার চেয়ে আর একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলটিও ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে রক্ষীবাহিনী।

উইমেনআই২৪ডটকম//এসএল//

 

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

ব্রহ্মপুত্র নদ দখল-দূষণ মুক্ত করতে হবে

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

প্রান্তিক নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় গণমাধ্যমগুলোকে তৎপরের আহ্বান

সীমান্তে বিজিবি সদস্যদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট

গুজব ছড়িয়ে হয়রানির নিন্দা ৬৬ বিশিষ্ট নাগরিকের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে: ব্যারিস্টার একেএম কামরু

বানারীপাড়ায় দৃর্বৃত্তদের হামলায় পক্ষাঘাতগ্রস্ত রোগী গুরুতর আহত

মঙ্গলবার ব্যাংক হলি ডে, লেনদেন বন্ধ

রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণের অভিযোগ

রাশিয়াকে আরো জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

শেরে বাংলায় বিপিএলের প্রথম ম্যাচেই দর্শকের ঢল

বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ২০২৪

‘বই উৎসব’ বাতিল, উদ্বোধন অনলাইনে