ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২৪ এপ্রিল ২০২৫

English

বৃত্তের বাইরে

গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং প্লাটফর্মের উদ্বোধন

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৪৯, ২৪ এপ্রিল ২০২৫

গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং প্লাটফর্মের উদ্বোধন

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রায় ৪০ লাখেরও বেশি গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘গৃহকর্মী লার্নি প্লাটফর্ম’।’। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ও ‘সুনীতি’ প্রকল্পের উদ্যোগে উদ্যোগটি পরিচালনা করছে ইউসেপ বাংলাদেশের। এই লার্নিং প্লাটফর্মের মাধ্যমে গৃহকর্মীরা বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
 
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এই আধুনিক ডিজিটাল লার্নিং সিস্টেম (LMS) প্ল্যাটফর্ম (https://ucepskills.com/module/domestic-work-training) উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ওয়েবসাইটটি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে কেবল গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে অনলাইনের মাধ্যমে নানান প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন বলেন, ‘আজকের প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অপরিহার্য। এই প্লাটফর্মের মাধ্যমে গৃহকর্মীরা তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। এটি একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
 
গৃহকর্মীদের জন্য গৃহীত এই উদ্যোগ তাদের দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে দেবে এবং সার্বিকভাবে দেশের শ্রমশক্তিতে তারা আরও বড় অবদান রাখতে পারবে বলে মনে করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে।
 
তিনি বলেন, ‘প্রায় ৪০ লাখেরও বেশি গৃহকর্মীদের নিয়ে ইউসেপ-অক্সফ্যাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদেরকে শ্রমআইনে অন্তর্ভূক্তির জন্য কাজ করছে, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও অধিকারের জন্য লড়ছে। এমন সময়ে তাদেরকে গুরুত্ব দিয়ে এই ধরণের উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি এই লার্নি পাটফর্ম এই রূপান্তরের পথ দেখাবে।’
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বোর্ড অব গভর্নরস-এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন জনাব উজমা চৌধুরী। সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকেও কারিগরি শিক্ষার আওতায় আনা সম্ভব হবে।’
 
ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম বলেন, ‘ইউসেপ প্রতিবছর ৩০ হাজারের বেশি তরুণকে ৪২টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। এই নতুন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকে গৃহকর্মীরা যেকোনো সময় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ কমবে, আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।’
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রদেন নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং ড. খ ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
 
এই ডিজিটাল লার্নিং সেন্টারের কন্টেন্টগুলো গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধির কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে, যেখানে গৃহকর্ম প্রশিক্ষণ, ফুড এন্ড বেভারেজ ইত্যাদি। এর বাইরেও তরুণদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল এপ্লিকেশন তৈরি করার মতো বিষয়গুলোও রয়েছে।
 
উল্লেখ্য যে, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমবারের মতো “গৃহকর্ম পেশা” কে আনুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যা প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল করে তুলেছে। তাছাড়া, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের জন্য একটি মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ, যা দেশের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

//এল//

বিশ্বকে এগিয়ে নিতে ‘থ্রি জিরো ক্লাব’ গঠনে তরুণদের প্রতি আহ্বান

‘দেশে আরো ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে’

বিনা অভিজ্ঞতায় ১০০ জনকে চাকরি দেবে ডিজিকন 

পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি

এক সময়ের আধুনিক শহর আজ নিঃসঙ্গ ভুতুড়ে দ্বীপ

৩১ বছরের জন্মদিন উদযাপন সিডব্লিউসিএসের

গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং প্লাটফর্মের উদ্বোধন

সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম 

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ

অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

শিক্ষক বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

ভারতের কঠোর ৫ সিদ্ধান্ত, জবাব দিতে পাকিস্তানের প্রস্তুতি

নোয়াখালীতে দম্পতির একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে দায় স্বীকার এক আসামির

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা