ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ এপ্রিল ২০২৫

English

বৃত্তের বাইরে

‘সমতাভিত্তিক সমাজ গঠনে গবেষণা অপরিহার্য’

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৫৯, ১৭ এপ্রিল ২০২৫

‘সমতাভিত্তিক সমাজ গঠনে গবেষণা অপরিহার্য’

ছবি: উইমেনআই২৪ ডটকম

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, ‘বর্তমান সময়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নারীর প্রতি চরম বিদ্বেষপূর্ণ প্রচারণা চলছে। এটি নারীকে অবরুদ্ধ করার একটি প্রক্রিয়া, এবং এই অবরুদ্ধ প্রক্রিয়া থেকে নারীকে মুক্ত করতে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় নারীবাদি সংগঠনটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে 'গবেষণা পদ্ধতি বিষয়ক' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম, মুনিরা খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক সীমা মোসলেম। সঞ্চালনা করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।

ডা. ফওজিয়া মোসলেম আরো বলেন, ‘গবেষণা ছাড়া কোনো কর্মসূচি সফল হতে পারে না, এবং নারীর বর্তমান সংকট নিরসনে নারী আন্দোলনকে এগিয়ে নিতে গবেষণার মাধ্যমে নতুন পথ তৈরি করতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন যে, কোর্সটি শিক্ষার্থীদের গবেষণা বিষয়ক জ্ঞান প্রদান করবে, যা ভবিষ্যতে সমতাভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে।

সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ গত ৫০ বছর ধরে নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে। এবারের গবেষণা পদ্ধতি বিষয়ক কোর্সটি আমাদের কর্মসূচির একটি নতুন সংযোজন, যা সামাজিক গবেষণার মাধ্যমে নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম তার বক্তব্যে বলেন, ‘গবেষণা ছাড়া কোনো পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। কোনো কর্মসূচি বা নীতিমালা বাস্তবায়নের আগে গবেষণালব্ধ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, ‘এ দেড়মাসব্যাপী কোর্সটি তাদের গবেষণা পরিচালনার ক্ষেত্রে সুস্পষ্ট রুপরেখা দেবে, যা ভবিষ্যতে তাদের কাজের জন্য সহায়ক হবে।’

এতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কোর্স শিক্ষক এবং ২২ জন শিক্ষার্থী (শিক্ষক, উন্নয়নকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংগঠক, গবেষক এবং গৃহিণী) সহ প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোর্সটি ১৭ এপ্রিল থেকে ৩১ মে, ২০২৫ পর্যন্ত চলবে এবং ০৬টি মডিউলে ১৯টি ক্লাস অনুষ্ঠিত হবে।

ইউ

নালায় পড়ে যাওয়া ৬ মাসের সেই শিশুর মরদেহ উদ্ধার

ভারতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে

মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে যাওয়া শিশুটি

নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা নালায়, ৬ মাস বয়সী শিশু নিখোঁজ

আজ থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন: দুদু

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: রিজওয়ানা