
ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যার প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে হত্যা করা হয়েছে। ১ এপ্রিল, অভিযুক্ত নাজিম উদ্দিন তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে। এ সময় তার নানা-নানিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এছাড়া, নেত্রকোনা, নোয়াখালী, ফরিদপুর, কিশোরগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, গাইবান্ধা, ঢাকা, নরসিংদী ও বরগুনা জেলায়ও একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশু ও কিশোরীসহ বিভিন্ন বয়সের নারীরা শিকার হয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা দাবি জানায়, এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানায়, নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানায়।
ইউ