সংগৃহীত ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত দিনে ভালো কোনো উদ্যোগ না নেয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে ।
আজ রবিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ডিসটিমিনিসন ওয়ার্কাশপ এন্ড ডায়লগ ইভেন্ট অন জেন্ডার ভায়োলেন্স এন্ড ইনসিকিউরড ইন দি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ নিউ ইনসাইডস এন্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত বিট্রিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান এসময় বক্তব্য দেন। সেমিনারে অন্যান্যের মধ্যে ডা. বেঞ্জামিন এটজল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগের প্রফেসর সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নিরাপত্তাহীনতার গবেষণার মূল ফলাফলের এবং নীতি সুপারিশ উপর উপস্থাপনা করেন।
উপদেষ্টা বলেন, আমার দুই মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পর শিশু ও নারী নির্যাতন বিষয়ে কুইক রেসপন্স টীম গঠন করা হয়েছে। যেখানে আমরা নির্যাতনের খবর পাবো, সাথে সাথে আমাদের টিম এখানে উপস্থিত হবে এবং এর নীতি সহায়তা দানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
//এল//