সংগৃহীত ছবি
২৪ ডিসেম্বর দিবাগত রাত প্রায় ১টায় বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের নতুন তংঙঝিরিপাড়ার বাসিন্দারা বড়দিন উদযাপন উপলক্ষে নিজেদের ঘরবাড়ি খালি রেখে পাশের তংঙঝিডি পাড়া গ্রামের গির্জায় যায়। রাতে ঘরবাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়।
এতে প্রায় তাদের ১৭টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ মহিলা পরিষদ এই আদিবাসী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব পালনের দিনে এ হেন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
এই এলাকায় ইতোপূর্বেও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কাউকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনার ফলে আবারও তাদের উচ্ছেদের জন্য এই ধরণের বর্বর হামলা চালাতে সাহস পেলো।
বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনার দ্রুত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবং অবিলম্বে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।
//এল//