ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা এবং এলাকা ছাড়তে হুমকি দেয়ার ঘটনায় ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতি দিয়েছে।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর লজ্জা, অসম্মান ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম যে, কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লঞ্ছিত করা হয়েছে, পাশাপাশি তাঁকে দেশ ছাড়ারও হুমকি দেয়া হয়েছে।’
এতে আরো বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে যা দেশের মুক্তিযুদ্ধ, সব মুক্তিযোদ্ধা ও আপামর জনগোষ্ঠীর জন্য অপমানজনক। এহেন অপমানকর ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ স্তম্ভিত, লজ্জিত এবং ক্ষুব্ধ ।
এই ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দিয়েও নিন্দা জানানো এবং দোষী ব্যক্তিদের শান্তির আওতায় আনার জন্য বলা হয়েছে উল্লেখ করে নারীবাদি এই সংগঠনটি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মনোযোগ আকর্ষণ করছে একইসঙ্গে সব সামাজিক শক্তিকেও এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
এই ঘটনায় জড়িত ব্যক্তি এবং মহলকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
ইউ