ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২২ জানুয়ারি ২০২৫

English

বৃত্তের বাইরে

নারী নির্যাতন, নিপীড়ন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন 

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:৩৯, ১ ডিসেম্বর ২০২৪

নারী নির্যাতন, নিপীড়ন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন 

সংগৃহীত ছবি

ঢাকা মহানগরে বিভিন্ন স্থানে অব্যাহতভাবে নারী নির্যাতন, নিপীড়ন, অরাজকতা ও সহিংস ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি রচী হাবীব। 
বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ,কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা,  ঢাকা মহানগর  কলাবাগান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সংগঠন উপ-পরিষদের সদস্য, সৈয়দা রতনা;  ঢাকা মহানগর কমিটির সদস্য খালেদা ইয়াসমীন কনা এবং সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগর।  

 
উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ জন্মলগ্ন থেকেই নারী পুরুষের বৈষম্য দূরীকরনে, নারী নির্যাতন প্রতিরোধে এবং সচেতনতার লক্ষ্যে কাজ করে আসছে ।

সভাপতির বক্তব্যে  রচী হাবীব বলেন  নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আইন সম্পর্কে সকলকে সচেতন করতে হবে।

 
সাধারণ সম্পাদক রেহানা ইউনুস বলেন,  বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বৈশ্বিক নারী আন্দোলনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে চলেছে। বেইজিং কর্মপরিকল্পনা ও আন্তর্জাতিক সিডও সনদ বাস্তবায়ন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলনের অন্যতম প্রধান ক্ষেত্র।  নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনে তিনি অবিলম্বে অভিন্ন পারিবারিক  আইন প্রণয়ণের  উপর গুরুত্ব আরোপ করেন।


বাংলাদেশ মহিলা পরিষদ,কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা বলেন বৈশ্বিকভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর পালন  করা হয়। 

এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ও দেশের বিভিন্ন নারী মানবাধিকার সংগঠনগুলো  বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। তিনি এসময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করে বাংলাদেশের নারীবান্ধব  আইন প্রয়োগের উপর   গুরুত্ব আরোপ করেন।


উক্ত মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ,সম্পাদকমন্ডলী, পাড়া কমিটির সদস্য, অফিস কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মোট ৫৫ জন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর কমিটির লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন।

//এল//

গদখালির ফুল চাষিদের ব্যস্ততা

‘সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে’ 

রাজধানীর ১৯ খাল পলিথিনে ভরে গেছে: উপদেষ্টা রিজওয়ানা 

পুলিশের সব ইউনিটে থাকবে একই পোশাক

চরমোনাই পীরের বাড়িতে গেলেন জামায়াতের আমির

ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএন উইমেনের ৪.৮ মিলিয়ন ইউরোর চুক্তি

উচ্চ আদালতে বিচারক নিয়োগে কাউন্সিল গঠন: অধ্যাদেশ জারি

বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত ১৭৮ আসামির তালিকা প্রকাশ

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সরকারের নতুন পদক্ষেপ 

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

তৃণমূলের মানুষের অজেয় উত্থান প্রত্যাশী

তামাকমুক্ত গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু 

প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে পৌঁছেছেন

‘অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে’ 

দিনে ৪১ শিশু পানিতে ডুবে মারা যায়