ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, আশ্বিন ১ ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ৩ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৬:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৪

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন

ছবি সংগৃহীত

‘নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন বিষয়ক’ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। 

সংবাদ-সম্মেলনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন নারীবাদি সংগঠন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উই ক্যান এ্যালায়েন্সের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক। 

মঞ্চে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন  মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাকশন এইডের  নুরুন নাহার বেগম, নাগরিক উদ্যোগের মাহবুব আক্তার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শাহিদা পারভীন শিখা, স্টেপস টুওয়ার্স ডেভেল্পমেন্ট এর সাহিদা ফেরদৌস মুন্নী, জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানা, গণসাক্ষরতা অভিযানের সামসুন নাহার পলি, ব্লাষ্ট এর মাহবুবা আক্তার, এডাব এর সমাপিকা হালদার এবং বি-স্ক্যান এর সালমা মাহবুব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মডারেটরের বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, সিডও সনদের মূল ভিত্তি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা। সিডও সনদের ধারা ০২ এর উপর বাংলাদেশ সরকারের এখনো সংরক্ষণ বহাল থাকায় প্রকৃত সমতা নিশ্চিত হচ্ছে না। এক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকা জরুরি এবং দায়বদ্ধতা পালনে রাষ্ট্র কী পদক্ষেপ গ্রহণ করছে তা পর্যবেক্ষণ করা জরুরি।

তিনি আরো বলেন, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদনের জন্য চলমান সামাজিক আন্দোলনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, নারী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করতে হবে। এই কাজে তরুণদের এগিয়ে আসতে হবে; মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, সাংবাদিকবৃন্দ  ও কর্মকর্তারা এবং সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধিবর্গ  উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক  শাহনাজ সুমী।  

ইউ

নিউইয়র্কে বৈঠক হতে পারে ইউনূস ও শেহবাজের

 ‘১৭ বছর জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত’

ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্র ভুয়া, দাবি আওয়ামী লীগের

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার

ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে নির্দেশ প্রধান উপদেষ্টার

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি!

বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার

মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ: ধর্ম উপদেষ্টা 

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিএমপির কাছে হস্তান্তর

অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ফখরুল

ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে সতর্ক থাকার আহ্বান

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

মমতার ডাকে বৈঠকে রাজি আন্দোলনকারীরা

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন