ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, অগ্রহায়ণ ৬ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধার ঘর ভাঙচুরের ঘটনায় নিন্দা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ৩০ জুন ২০২৪

কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধার ঘর ভাঙচুরের ঘটনায় নিন্দা

ফাইল ছবি

কুষ্টিয়া জেলার সদর উপজেলার টাকিমারা গ্রামে মসজিদে মাইকিং করে লালন অনুসারী ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

২৯ জুন (শনিবার) গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বল হয়, ২৬ জুন (বুধবার) মসজিদে মাইকিং করে কুষ্টিয়া জেলার সদর উপজেলার টাকিমারা গ্রামে লালন অনুসারী মৃত গাজির উদ্দিন ফকিরের স্ত্রী চায়না বেগমের ঘর ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ওইদিন একদল লোক মসজিদে মাইকিং করে চায়না বেগমের ঘর ভাঙচুর করেন। তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, মাতব্বর মোশারফ হোসেন, আনার মণ্ডল ও সাইদুল হাজির নাম উল্লেখসহ ৪৫—৫০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন চায়না বেগম।  
 
সংগঠনটি লালন অনুসারী ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙ্চুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মাইকিংয়ের সঙ্গে  যুক্তদের সনাক্তকরণ, আশ্রয় ও প্রশ্রয়দাতের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করছে।

পাশাপাশি সংগঠনটি ঘটনার শিকার নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনাীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়েছে।

চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ পেলেন টবি ক্যাডমান

কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে ৪৯ বার ভেটো যুক্তরাষ্ট্রের!

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

এবার ভাইরাল কলার শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা

‘খাল বাঁচলেই বাঁচবে নগর’ শীর্ষক স্কুলভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে

ভারতে দুই রাজ্যের নির্বাচন, জনপ্রিয়তার পরীক্ষায় মোদি

বাংলাদেশে বছরে ১২-১৮টি এলএনজি কার্গো রপ্তানির প্রস্তাব ব্রুনাইয়ের