ফাইল ছবি
কুষ্টিয়া জেলার সদর উপজেলার টাকিমারা গ্রামে মসজিদে মাইকিং করে লালন অনুসারী ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
রবিবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
২৯ জুন (শনিবার) গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বল হয়, ২৬ জুন (বুধবার) মসজিদে মাইকিং করে কুষ্টিয়া জেলার সদর উপজেলার টাকিমারা গ্রামে লালন অনুসারী মৃত গাজির উদ্দিন ফকিরের স্ত্রী চায়না বেগমের ঘর ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ওইদিন একদল লোক মসজিদে মাইকিং করে চায়না বেগমের ঘর ভাঙচুর করেন। তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, মাতব্বর মোশারফ হোসেন, আনার মণ্ডল ও সাইদুল হাজির নাম উল্লেখসহ ৪৫—৫০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন চায়না বেগম।
সংগঠনটি লালন অনুসারী ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙ্চুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মাইকিংয়ের সঙ্গে যুক্তদের সনাক্তকরণ, আশ্রয় ও প্রশ্রয়দাতের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করছে।
পাশাপাশি সংগঠনটি ঘটনার শিকার নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনাীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়েছে।