ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, পৌষ ১১ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

হেনা দাস এর লেখা প্রবন্ধের উপর আলোচনা সভা

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:০৭, ১৯ মে ২০২৪; আপডেট: ২১:৩৭, ১৯ মে ২০২৪

হেনা দাস এর লেখা প্রবন্ধের উপর আলোচনা সভা

সংগৃহীত ছবি

হেনা দাসের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি আয়োজনের  ধারাবাহিকতায় তাঁর  লেখা ‘চার পুরুষের কহিনী’ প্রবন্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মে ৩ টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম ও মুনিরা খান মিলনায়তনে সংগঠনের প্রয়াত সভাপতির প্রবন্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। 
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।
আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদ খালিদ, শান্তি ও সংঘর্ষ  শিক্ষার্থী সামিরা রহমান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারাব আল রহমান ভূইয়াএবং প্রশিক্ষণ, বাংলাদেশ মহিলা পরিষদের গবেষণা ও পাঠাগার উপপরিষদ সদস্য হালিমা তুস সাদিয়া।

সভায় উপস্থিত  বক্তারা বলেন, একজন প্রগতিশীল,  কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, সহনশীল এবং নবজাগরণে বিশ্বাসী ছিলেন হেনা দাস। হেনা দাসের সময়ে মেয়েদের জন্য স্বাধীন ও স্বতন্ত্র পরিবেশ কমই ছিলো। এমন পরিবেশে তিনি কমিউনিজমের আদর্শকে ধারণ করে এই উপমহাদেশের নারীদের জীবনের পরিবর্তনের জন্য কাজ করেছেন।

 তিনি স্বার্থহীনভাবে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর সাথে মিশে তাদের জীবনধারা বোঝার চেষ্টা করেছেন,তাদের জীবনমানের উন্নতির জন্য কাজ করেছেন। তাঁর লেখায় তৎকালীন সময়ের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক দিক সহ সকল দিক উপস্থপিত হয়েছে সুস্পষ্টভাবে। জাতীয়তাবাদকে ধারণ করে  ব্যক্তিজীবনের চেয়ে সামাজিক জীবনকে গুরুত্ব দিয়েছেন তিনি। সকল নারীদের অধিকার আদায়ের জন্য, সমতা প্রতিষ্ঠার জন্য  নারীর আন্দোলনকে একটি  নির্দিষ্ট প্ল্যাটফর্মে  নিয়ে আসা, নিজের প্রজন্মের যারা সেরা তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিকে উন্নত করার উপর জোরালো আহ্বান পাওয়া যায় তার লেখায়। বইটিতে ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ সময়ের পারিবারিক , সামাজিক রাজনৈতিক পট পরিবর্তনের  চিত্র হেনা দাস উপস্থাপন করেছেন অত্যন্ত প্রাঞ্জলভাবে। সম্প্রীতির যে চিত্র বইটিতে উপস্থাপিত হয়েছে তা পর্যালোচনা করে মনে হয় বর্তমান সময়ে আমাদের সমাজ যেন তিনশ বছর পিছিয়ে গেছে সম্প্রীতির দিক দিয়ে।  এমন সংকটের সময় একটি সামব্যাদী সমাজ গঠনের জন্য হেনা দাসের চেতনা, কর্মমূখী জীবন আজকের তরুণদের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে তারা মত দেন।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, হেনা দাসের জন্মের একশত বছরে এসে যা কিছু উপলব্ধ তা  বর্তান সময়ের সাথে কতটা সঙ্গতিপূর্ণ আমাদের সেটি পর্যালোচনা করতে হবে। তারা যেসময়টাকে ধারণ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ, একইসাথে বর্তমান সময়ে হেনাদাসের জীবনী তরুণ প্রজন্মের জন্য কি শিক্ষা দিবে সেটিও ভাবতে হবে।  সমতার চূড়ান্ত পথ হচ্ছে সাম্যবাদ, যা অর্জনে আমাদের এখনো বহুপথ হাঁটতে হবে। প্রাপ্যতাকে সামনে রেখে মানবতাকে রক্ষা করতে নিজেকে তৈরি করতে হবে নিজের পারিপার্শি¦ক পরিস্থিতি থেকে। হেনা দাসের আন্দোলন ছিলো সকল বৈষম্য থেকে মানুষকে মুক্ত করা, এ আন্দোলনকে এগিয়ে নিতে তরুণদের ভাবনা জেনে তাদের ভাবনাকে সঠিক দিকে পরিচালিত করার উপর গুরুত্ব দেন তিনি।

স্বাগত বক্তব্যে রীনা আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী গণনারী সংগঠন হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ ৫৪ বছর ধরে কাজ করে যাচ্ছে। হেনা দাসের জন্ম শতবার্ষিকীতে সংগঠন বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তিনি গণমানুষের জন্য সবসময় নিজের জীবন কে বাজি রেখে, সুখ স্বাচ্ছন্দ্য বির্সজন দিয়ে  অত্যন্ত ধীর স্থিরভাবে বিচক্ষণতার সাথে কাজ করেছেন। তরুণ প্রজন্ম  হেনা দাসের লেখা চার পুরুষের কাহিনী পড়ে কি ভাবছেন তা আলোচনার জন্য আজকের সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, সাংবাদিক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরোজা আরমান।

//এল//

তিব্বতে চীনের মেগা বাঁধ: ভারত ও বাংলাদেশের জন্য অশনি সংকেত

পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ

কাকরাইলে তাবলিগী কার্যক্রমে সাদপন্থিদের বিরত থাকার নির্দেশ

আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ 

সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর

বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

চাকরিচ্যুতদের আমরণ অনশন ভাঙালেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ সাহিত্যিক

জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান: এইচআরএফবি

টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন