ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪

English

জাতীয়

শেষ দেখা করে এলেন কাদের মোল্লার স্ত্রী

প্রকাশিত: ১৬:১৭, ১০ ডিসেম্বর ২০১৩; আপডেট: ১৬:১৭, ১০ ডিসেম্বর ২০১৩

শেষ দেখা করে এলেন কাদের মোল্লার স্ত্রী

ওমেন আই রিপোর্ট;; স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, রাতের মধ্যেই কাদের মোল্লার   মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, কাদের মোল্লার পরিবারের ২৩ সদস্য দেখা করতে ঢোকেন। এর মধ্যে ছেলে, চার মেয়ে, তাদের জামাতা, কাদের মোল্লার ভগ্নিপতিও ছিলেন। রাত পৌনে ৯টার দিকে তারা সবাই কারাগার থেকে বেরিয়ে আসেন। কাদের মোল্লার চার মেয়েকে এই সময় কাঁদতে দেখা যায়। বিমর্ষ অবস্থায় বেরিয়ে আসার সময় কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের বলেন, “এটা একটি পলিটিক্যাল কিলিং। “জেল কোড এখানে মানা হয়নি। উনি এখনো রায়ের পূর্ণাঙ্গ কোনো কপি পাননি। উনার প্রতি অবিচার করা হয়েছে। কাদের মোল্লা কিছু বলেছেন কি না- জানতে চাইলে ছেলে বলেন, “তিনি শান্ত থাকতে বলেছেন, উনার জন্য দোয়া করতে বলেছেন। কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর সোমবার এক সংবাদ সম্মেলনেও কাদের মোল্লার স্ত্রী বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার স্বামীকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠকের পর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে আলোচনার মধ্যে সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ চিঠি পাঠায় কাদের মোল্লার স্ত্রীর কাছে। ওই চিঠিতে রাত ৮টার মধ্যে কারাগারে গিয়ে জামায়াত নেতার সঙ্গে দেখা করতে তার পরিবারকে বলা হয়। হাসান জামিল চিঠি পাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পরিবারের নিকট আত্মীয়দের খবর দেয়া হয়েছে। আমরা দেখা করতে যাচ্ছি। চিঠিতে সানোয়ারা জাহানকে বলা হয়- “আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার স্বামী জনাব আব্দুল কাদের মোল্লা, পিতা সানাউল্লাহ মোল্লা, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দি হিসেবে অত্র কারাগারে অন্তরীণ। আপনি ও আপনারার নিকট আত্মীয়-স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য ৮ ঘটিকার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এরপর সন্ধ্যা ৭টার দিকে একটি মাইক্রোবাস এবং একটি জিপে করে কারাফটকে উপস্থিত হন কাদের মোল্লার স্ত্রীসহ পরিবারের সদস্যরা। কারাগারের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় তিন শতাধিক র্যাব-পুলিশের সঙ্গে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা যাচ্ছে। ।

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

বাংলাদেশে বিক্রি হওয়া সেরেলাক নিয়ে চাঞ্চল্যকর তথ্য

যে ৪ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে

পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি

তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা

বেকারদের জন্য সুখবর

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের ভোট করতে মানা 

ধ্রুব এষ আইসিইউতে

‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে’

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আবারো ইনফিনিক্স ও জেবিএল’র পার্টনারশিপ

সরিষাবাড়ীতে নামে মাত্র প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকে সঞ্চয়ী হিসাব

স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুকি-চিনের ৫২ সদস্যের রিমান্ড মঞ্জুর