নারীর লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে ঘলায় ফাঁস দিয়ে হত্যার পর কৃষি জমিতে পুঁতে রাখা মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরাইল বাজারের কুশপুকুরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মর্জিনা বগুড়ার দুপচাঁচিয়ার সাহারপুকুর এলকার আবুল কাশেমের স্ত্রী।
জানা যায়, উপজেলার মুরাইল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় শফি মন্ডলের কৃষি জমিতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মর্জিনা বেগমকে কাদায় পুঁতে রাখা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটির কিছু অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
//এল//