
ছবি: উইমেনআই২৪ ডটকম
দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২ টি ইট ভাটা থেকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
বহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকার সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়ির সহকারী সচিব) আব্দুল্যা আল মামুনের নেতৃত্বে অভিযান দল দিনাজপুর পরিবশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ও পরিদর্শক প্রভাতি রানী উপস্থিত ছিলন।
অভিযানে হরিপুর খলিশাগাড়ী এম এম ব্রিকসর মোজাম্মেল হকের নিকট থেকে ১ লাখ টাকা ও হরিপুরের এস এন এম ব্রিকস এর শফিকুল ইসলামের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইট প্রস্তুত ভাটা ভাটা (নিয়ন্ত্রণ ) আইন ২০১৩(সংশাধিত২০১৯) এর বিভিন ধারায় ওই জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস।
ইউ