
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজে পঁচা গরুর মাংস ও প্রতিষ্ঠান সিলগালা করার মিথ্যা গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে চৌমুহনীর ব্যাংক রোড হাজী বিরিয়ানি হাউজে আয়োজিত সাংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো.জাহিদুল ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে একটি সংবাদ প্রচার হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ফেইজে। অনেক ইউজার এটি তাদের আইডি ও পেইজে শেয়ার করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, গন্ডারের মাংস পাওয়া ও হাজী কাচ্চি বিরিয়ানি হাউজ ম্যাজিস্ট্রেট সিলগালা করেছে মর্মে লেখা হয়েছে এমন কোন ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে কখনোই ঘটেনি। বিভ্রান্তকর সংবাদে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক নামে যে দুজন কর্মকর্তা নাম এসেছে এ নামে কোন কর্মকর্তা বেগমগঞ্জ কখনোই দায়িত্বই পালন করেনি।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের নামে মিথ্যা গুজব ছড়ানোর সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবি জানান।
//এল//