ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০৩ এপ্রিল ২০২৫

English

সারাদেশ

টিকটক ভিডিও বানাতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদে ২ যুবকের মৃত্যু

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২ এপ্রিল ২০২৫

টিকটক ভিডিও বানাতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদে ২ যুবকের মৃত্যু

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের কাছে ঘটে একটি মর্মান্তিক ঘটনা, যেখানে চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুজন যুবক প্রাণ হারিয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম (২৩) এবং কসবা উপজেলার তারেক। এর মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান, আর তারেক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছালে, ছাদের উপর দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছিলেন চারজন যুবক। তখন ডিসের তারের সঙ্গে পেঁচিয়ে তারা চারজন নিচে পড়ে যান। ঘটনাস্থলে কাইয়ুম মারা যান, এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারেকও মারা যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, ‘চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানানোর সময় তারা ছিটকে পড়ে যান।’’

এই হৃদয়বিদারক দুর্ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মনোযোগ আকর্ষণ করে, বিশেষত টিকটকসহ অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে। একদিকে, যেখানে সামাজিক মাধ্যমে নতুন নতুন ভিডিও তৈরি করা জনপ্রিয় হয়ে উঠেছে, সেখানে তরুণদের জন্য এটি গুরুতর ঝুঁকি হয়ে উঠতে পারে। চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে এমন ভিডিও বানানো জীবন ও নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দেয়।

নিরাপত্তার গুরুত্ব ও সচেতনতার আহ্বান
এমন ধরনের বিপজ্জনক কার্যকলাপ থেকে সবাইকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও, প্রতিটি বয়সের মানুষকে বাস্তব নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকতে হবে। চলন্ত ট্রেন বা অন্য কোনো পরিবহন যানে বসে বা দাঁড়িয়ে ভিডিও তৈরি করা একদিকে যেমন জীবনহানির ঝুঁকি তৈরি করে, তেমনি এটি অন্য যাত্রীদের জন্যও বিপদজনক হতে পারে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ট্রেনের ছাদে উঠা বা এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়।

এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা ও ট্রেনিং ভিডিও তৈরির প্রবণতার পাশাপাশি, সবার নিরাপত্তার কথা ভুলে গেলে চলবে না।

ইউ

বিশ্ববাজারে সোনার বড় দরপতন

রণবীরকে নিজের প্রথম ‘স্বামী’ দাবি অভিনেত্রীর

বাসচাপায় বাবা-মেয়েের প্রাণহানী

এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: শিক্ষা বোর্ড

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৫.৪৮%

ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় গুরুতর চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বিমসটেকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

বান্দরবানে পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় আহত ২৫

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

বাংলা বর্ষবরণ শঙ্কাহীন হোক!  

আনাসের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ উপদেষ্টা শারমীন এস মুরশিদের