
ছবি: উইমেনআই২৪ ডটকম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলা জামায়াতে ইসলামী অফিস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির জনাব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মোঃ সাইদুল ইসলাম সৈকত ও জেলা ইউনিট সদস্য মোঃ নূরে আলম সিদ্দিকী ও আঃ মান্নান সহ বিভিন্ন ইউনিয়ন আমীর বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ইউ