
ছবি: উইমেনআই২৪ ডটকম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে জমির ধান নষ্ট করার অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন একই গ্রামের একজন কৃষক।
রাতের অন্ধকারে বিষ ছিটিয়ে জমির ধান নষ্ট করায় নবাবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন মোঃ জুলহাজুল কবীর নামে এক ভুক্তভোগী। তিনি উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী গ্রামের মৃত নঈম উদ্দীন আহম্মেদের ছেলে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার লাউগাড়ী গ্রামের ফসলের মাঠে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ১৮মার্চ নবাবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এর আগেও বিষ ছিটিয়ে গত আমন মৌসুমে এই কৃষকের জমির ফসল নষ্ট করা হয়েছিল।
এজাহার সুত্র জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার লাউগাড়ী গ্রামের মুকুল মিয়া, পিতা মৃত আতিয়ার রহমান, বুলু মিয়া, পিতা বাবু মিয়া র সাথে গরু চুরির বিষয় নিয়ে আদালতে মামলা রয়েছে। এরই ধারাবাহিকতায় মামলার বিবাদীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা অব্যাহত রেখেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়েই আসছে। গত ১৪ মার্চ রাতে বাড়ীর ও গরুর খামারের কাজে ব্যবহার করা বৈদ্যুতিক পানি তোলা মটর চুরি করে। মটর খোজাখুজির এক পর্যায়ে গত ১৫মার্চ রাতে রোপা-রোরো ধান ক্ষেতে শক্তিশালী আগাছা নাশক ছিটিয়ে ধানের মারাত্মক ক্ষতি করে।পূর্ব শত্রুতারই জের ধরে উল্লেখিত ব্যক্তিরা তার প্রায় ২৬ শতাংশ জমির মিনিকেট জাতের বোরো ধানে আগাছানাশক বিষ ছিটিয়ে দেয়। এতে জমির ধান লালটি হয়ে নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন (ওসি) বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্তকারী কর্মকর্তা এস,আই গোলাম মোস্তফা জানান,বিষয়টি বিভিন্নভাবে প্রকাশ্য ও গোপনভাবে তদন্ত করা হচ্ছে ।
ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা শত্রুতা করে তার ক্ষতি করেছে আদালতের মাধ্যমে তাদের ক্ষতি পূরণসহ শান্তি দাবী করেছে ।
ইউ