ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৮ মার্চ ২০২৫

English

সারাদেশ

আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে

নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

শুভ্রজিৎ সাহা পিয়াল,নরসিংদী :

প্রকাশিত: ১২:২৬, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৩:০০, ২১ মার্চ ২০২৫

নরসিংদীতে দু’পক্ষের  সংঘর্ষ, নিহত ২

সংগৃহীত ছবি

আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দূর্ঘম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। 

আজ শুক্রবার ভোরে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার সিমান্ত এলাকা রায়পুরা উপজেলা চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। 

শেষ খবর পাওয়া পযর্ন্ত নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি চলছে। 

এদিকে দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

 খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্যেশে রওনা দিয়েছে। নিহতরা হলো রায়পুরা উপজেলা চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুই জনই আওয়ামীলীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক।

জানাযায়,এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সাথে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ¦ী সামসু মেম্বারের দন্ধ চলে আসছিল। দন্ধের জের ধরে বিএনপি নেতা সামুস মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া করেন মিয়া । ৫ আগষ্টের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসে। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এবং দুই পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এর পর ওয়াড আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া’র সমর্থখদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতা সামসু মেম্বার। 

সর্বশেষ আজ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় উফতে চায়। এতে বাধা দেয় বিএনপি নেতা সামসু মেম্বার ও তার লোক জন। পরে দেশীয় অস্ত্র টেঁটা বল্লম দা,ছুরি ,ককটেল ও অস্ত্র সস্ত্র নিয়ে দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে ১ জন ও টেটা ও ছুড়িকাঘাতের আঘাতে আরো ১ জন সহ ২ জন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় বেশ কয়েকজন। খবর পেয়ে রায়ফুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্যেশে রওনা দিয়েছে। তবে এলাকাটি দূর্ঘম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌছতে বিলম্ব হচ্ছে পুলিশ সদস্যদের।
এদিকে দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন,সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

রায়পুরা থানার অফিসার্স ইনচার্জ আদিল মাহামুদ জানিয়েছেন, আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে সামুসু মেম্বার ও সালাম মিয়া ও তাদের সমর্থকরা সঘর্ষে জড়ায়। 

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রায়পুরা চানপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিশিয়ালি দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।
 

//এল//

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন

শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের বড় ভূমিকা চান ড. ইউনূস

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে  ৭ এপ্রিলের টিকিট

নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা 

রাজধানীতে বাস উল্টে ৭ নারী আহত

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৯টি নতুন প্রকল্প অনুমোদন

ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ

ডিজিটাল ও নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতের আহবান

পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে: শারমীন 

প্যালেস্টাইনের ইসরাইলের হামলায় নাগরিক সমাজের বিবৃতি

রাস্তার গ্যাসলাইন লিক হয়ে ঘরে আগুন, স্বামী-স্ত্রীর প্রাণহানী

টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

চীনে ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ

আজ জুমাতুল বিদা