
ছবি সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দু'জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই দুর্ঘটনার বিষয়ে বলেন, ‘যাত্রীবাহী বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।’
এদিকে, স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ইউ