ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২১ মার্চ ২০২৫

English

সারাদেশ

মুক্তিপণ দিয়েও ছেলের লাশ পেলেন বাবা

মনসুর আহমেদ, ঠাকুরগাঁও থেকে

প্রকাশিত: ১৬:৪০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪৮, ২০ মার্চ ২০২৫

মুক্তিপণ দিয়েও ছেলের লাশ পেলেন বাবা

ছবি: উইমেনআই২৪ ডটকম

ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ করেছিল একটি চক্র। তবে মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েও কলেজ পড়ুয়া ছেলেকে জীবিত পেল না পরিবার। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের দেয়া তথ্য অনুযায়ী মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মো. মতিয়র রহমানের ছেলে মো. সেজান আলী। আরেকজনের নাম পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। 

পুলিশ সুপার বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই বিষয়ে কাজ করছে পুলিশ। কোন ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহযোগিতায়া দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকার করে তারা মিলনকে খুন করেছে ও তাদের দেখানো মতে মরদেহ উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সেজান আলীর বাড়ির পাশেই একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে বৃহস্পতিবার মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ বলেন, ‘মিলনকে অপহরণে ঘটনায় ১৯ মার্চ (বুধবার) রাতে আমরা দুইজনকে গ্রেপ্তার করি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে ও তাদের দেখানো মতে আমরা স্থানীয় স্বাক্ষীদের সামনে মরদেহ উদ্ধারের কাজ করি।’

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ পড়ুয়া মিলনকে অপহরণ করে একটি চক্র। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েই নিখোঁজ হন মিলন। ঘটনার দিন রাত ১টার সময় ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। প্রথমে ১২ ঘণ্টার মধ্যেই মুক্তিপণের ৩ লাখ টাকা চায় অপহরণকারীরা। পরদিন দুপুরে ৩ লাখ টাকা দিতে রাজি হয় মিলনের পরিবার। তবে পরে চক্রটি ৫ লাখ দাবি করে। পরদিন আরো বেড়ে ১০ লাখ হয়। তিন দিন পরে ১৫ লাখ চায় চক্রটি। সবশেষে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। গত ৯ মার্চ রাতে মুক্তিপণের ২৫ লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে বুঝিয়ে দেয় অপহৃত মিলনের বাবা পানজাব আলী। 

২৩ বছর বয়সী শিক্ষার্থী মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাও এর চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। এদিকে মিলনের পরিবার জমি জায়গায় বিক্রি ও ধার-দেনা করে ২৫ লাখ টাকা দিয়েও ছেলেকে জীবিত না পেয়ে শোকে কাতর পরিবারের সদস্যরা।

ইউ

গাজায় ৩ দিনে ২০০ শিশুসহ ৫০০ ফিলিস্তিনি নিহত

 ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস

নরসিংদীতে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ঈশ্বরদীতে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ প্রাণহানি ৫

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল

বল করতে আর কোনো বাধা নেই সকিবের

কওমি মাদরাসার শিক্ষকদের জন্য সরকারি বেতন-ভাতার প্রস্তাব

মুক্তিপণ দিয়েও ছেলের লাশ পেলেন বাবা

মাদ্রিদ কমিউনিটির সম্মানে এটিএন বাংলার উদ্যোগে ইফতার 

অভিনেত্রী শবনব ফারিয়াকে নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তদন্ত শুরু

সুফি/কাওয়ালী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস