ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৭ মার্চ ২০২৫

English

সারাদেশ

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:৩১, ১৬ মার্চ ২০২৫

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

সংগৃহীত ছবি

বরিশাল নগরীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত সুজন (২৪) স্থানীয় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মারা গেছেন। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

নিহত সুজন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ধান গবেষণা জিয়ানগর এলাকার মো. মনিরের ছেলে।

যদিও নিহত যুবকের স্বজনরা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে সুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 

এ দিকে এ ঘটনায় শিশুটির মা শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর দেড়টার দিকে শিশুটিকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠায় তার মা। তখন ঘরে সুজন একা অবস্থান করছিলেন। এ সময় শিশুকে ধর্ষণচেষ্টা চালান তিনি। তখন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যান।

স্থানীয়রা জানান, শনিবার ভুক্তভোগীর মা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ওই এলাকায় তদন্তে যায়। এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। এ সময় তাকে গণপিটুনি দিলে সুজন মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালী থানার এসআই মানিক সাহা বলেন, মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অপরদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

//এল//

আ.লীগ আমলের হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ১১টি দল মতামত দিয়েছে

পাপন পরিবারের ৩৩ কোটি টাকা অবরুদ্ধ করল আদালত

স্বর্ণের দাম বাড়লো

কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ থেকে উদ্ধার

এ বছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ থাকছে না: স্বরাষ্ট্র সচিব

সাশ্রয়ী দামে টেকসই ফার্নিচার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার: রিজওয়ানা

নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

ড. ইউনূসের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ২৮ মার্চ

প্রবাসী আয়ে নতুন রেকর্ডের সম্ভাবনা

শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ  

শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে আলাদা শিশু অধিদপ্তরের দাবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’