ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৭ মার্চ ২০২৫

English

সারাদেশ

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:৩১, ১৬ মার্চ ২০২৫

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

সংগৃহীত ছবি

বরিশাল নগরীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত সুজন (২৪) স্থানীয় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মারা গেছেন। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

নিহত সুজন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ধান গবেষণা জিয়ানগর এলাকার মো. মনিরের ছেলে।

যদিও নিহত যুবকের স্বজনরা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে সুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 

এ দিকে এ ঘটনায় শিশুটির মা শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর দেড়টার দিকে শিশুটিকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠায় তার মা। তখন ঘরে সুজন একা অবস্থান করছিলেন। এ সময় শিশুকে ধর্ষণচেষ্টা চালান তিনি। তখন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যান।

স্থানীয়রা জানান, শনিবার ভুক্তভোগীর মা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ওই এলাকায় তদন্তে যায়। এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। এ সময় তাকে গণপিটুনি দিলে সুজন মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালী থানার এসআই মানিক সাহা বলেন, মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অপরদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

//এল//

৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, কচ্ছপ খেয়ে বেঁচে ছিলেন

জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

এগারো হাজার প্রবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

​​​​​​​নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল

দেশের দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন মঙ্গলবার

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসীম

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধ*র্ষ*ণের অভিযোগ

এমসি কলেজে সংঘবদ্ধ ধ*র্ষ*ণ: ট্রাইব্যুনালেই চলবে মামলা

নিজ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

২৭ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু