
ছবি: উইমেনআই২৪ ডটকম
নেত্রকোনার জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি প্রার্থী মো: হাসনাত হাসান সৈকতের উদ্যোগে আজ পথচারী ও চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার, রাজুর বাজার, বড় বাজার, সাতপাই রেল ক্রসিং এলাকায় এ ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় ২৫০০ অসহায় পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় নেত্রকোনার জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাসনাত হাসান সৈকত বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে এই ইফতার আয়োজন।
তিনি জানান, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আজকে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরন করেছি । ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
ইফতার বিতরণে আরো উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ন- সম্পাদক রানা, যুবদলের সাবেক সহ-সম্পাদক তুষার মজুমদার, যুবদলের সদস্য মাহফুজ, যুবদলের সাবেক সহ-সম্পাদক আরাফাত, ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক স্বপন,ছাত্রদলের সাবেক সদস্য মাজাহারুল সহ সাদেক, মনির, আজিজুল, তৌফিক প্রমুখ।
ইউ