
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় খেজুরের প্যাকেটে জাত এবং মূল্য লেখা না থাকায় চার ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, খেজুরের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরের কোর্ট রোড, মসজিদ রোড ও থানা রোডের দোকানগুলোতে অভিযান চালানো হয়।
এ সময় চারটি দোকানে প্যাকেটে খেজুরের জাত এবং মূল্য লেখা না থাকায় নয় হাজার টাকা জরিমানা করা হয়।
ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে খেজুর ব্যবসায়ীদের নানা বিষয়ে সতর্ক করা হয়েছে।
খেজুর কোথা থেকে এবং কত টাকায় কেনা হয়েছে তার রশিদ সংরক্ষণ করতে হবে। এছাড়া সব সময় খেজুর ঢেকে রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইউ