ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৫ ফেব্রুয়ারি ২০২৫

English

সারাদেশ

বাবা-মায়ের সামনে থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাবা-মায়ের সামনে থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার্থীকে তার বসতঘরে ঢুকে বাবা-মায়ের সামনে থেকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এ ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে বাউফল থানায় মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকেই গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরমিয়াজান গ্রামে এই ঘটনা ঘটে। আটক দুইজন হলেন- মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮)।


কক্সবাজারে বিমানঘাঁটিতে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানাল আইএসপিআর
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রধান আসামি বেল্লাল সম্প্রতি কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ ও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বেল্লাল ও ফয়সাল ভুক্তভোগীর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেয়। একপর্যায়ে তাদের ওপর হুমকি ও হামলা চালায় বেল্লাল ও ফয়সাল। এবং মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়েকে মুখে গামছা বেঁধে, হাত-পা বেঁধে তুলে নিয়ে গেছে। আমরা এই বর্বর ঘটনার বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, শনিবার রাত তিনটার দিকে ভুক্তভোগীর পরিবার হাসপাতালে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। বেল্লাল শিবু বণিক অপহরণ ও ডাকাতি মামলার আসামি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।
 

//এল//

আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

সাত্রিয় নৃত্য’ পরিবেশনের মধ্য দিয়ে  শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

অনেক তরুণীকে নিজ স্বপ্নপূরণে অনুপ্রেরণা যোগাবে

ধর্ষণসহ দেশের আইন-শৃঙ্খলা অবনতিতে এমজেএফ-এর উদ্বেগ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের প্রত্যাশাঃ ড: সায়েদুর

পবিত্র রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

বাবা-মায়ের সামনে থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

সাজেকের আগুনে পুড়লো রিসোর্ট, কটেজসহ ৬০ স্থাপনা

‘আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্ধ্যার পরেই টের পাবেন’

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা