ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২১ ফেব্রুয়ারি ২০২৫

English

সারাদেশ

মোরেলগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে স্বাস্থ্যকর্মকর্তার মতবিনিময়

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

প্রকাশিত: ১৯:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মোরেলগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে স্বাস্থ্যকর্মকর্তার মতবিনিময়

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  (১৮ ফেব্রুয়ারি)১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের আমন্ত্রণে সভায়, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম-সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান আকাশ (আরএমও), প্রধান সহকারী ডা. মাতুব্বর রেদোয়ান আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. শফিকুল ইসলাম, ফার্মাসিস্ট মো. হেমায়েত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও স্বাস্থ্য সহকারী মো. রিয়াজুল হক তালুকদার।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সমস্যা ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়। ডা. মুজাহিদুল ইসলাম উল্লেখ করেন যে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।তিনি আরও জানান, হাসপাতালের কাঠামোগত সমস্যার কারণে শয্যাসংখ্যা সীমিত হওয়ায় অনেক সময় রোগীদের স্থান সংকট দেখা দেয়।

জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বড় ধরনের অস্ত্রোপচার করা সম্ভব হয় না। তদুপরি, ডাক্তারদের থাকার কোয়ার্টারগুলোর অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেন এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করলে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন তরান্বিত হবে।

সভায় উপস্থিত সাংবাদিক ও অন্যান্য অংশগ্রহণকারীরা উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

//এল//

হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের,  শুভসূচনা ভারতের

শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ঘোষণা

‘দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে’

সোনার দাম আরও বাড়লো

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

বিদ্রোহীদের বাদ দিয়েই নারী ফুটবল দল ঘোষণা

তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে

দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না: ফখরুল

চ্যাম্পিয়নস ট্রফিতে জাকের-হৃদয়ের ইতিহাস

অমর একুশে গ্রন্থমেলায় রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান মহিলা পরিষদের

শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: পরিবেশ সচিব 

দরিদ্র নারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে: বিএনপিএস

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

উত্তরায় চীনা নাগরিক হত্যা: সহকর্মীরা বিদেশ পালালেন