সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে পর্দা উঠছে দু’দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনের।
দেশ-বিদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশসহ আন্ত:সীমানায় পানি ও নদী নিয়ে চলমান ভূ-রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত হবে এই আন্তর্জাতিক সম্মেলনে। বাংলাদেশ ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা এতে বক্তব্য দিবেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- পানির ভূ-রাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ। এই সম্মেলন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ।
এবারের সম্মেলনের উদ্দেশ্য হলো- দেশ-বিদেশের যুব, নারী, অ্যাকাডেমিক, গবেষক, নীতিনির্ধারক, এনজিও, দাতা সংস্থা এবং বাস্তবায়নকারীদের সম্পৃক্ত করে পানি শাসন, নদী ব্যবস্থাপনা এবং পানি ও সমুদ্রের ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে সক্রিয় আলোচনা করা এবং এই আলোচনাকে উৎসাহিত করার মাধ্যমে এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা এবং সচেতনতা তৈরি করা।
//এল//