ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৫ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:০১, ২৪ জানুয়ারি ২০২৫

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

সংগৃহীত ছবি

নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৬০ হাজারই বাতিল করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী।


জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে ৩টি পণ্য বিতরণ করা হয়- ২ লিটার তেল, ২ কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।


স্থানীয়রা জানান, আগে রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। যে কারণে আসল গরিবরা টিসিবির পণ্য পেতেন না। এক পরিবারের একাধিক কার্ডও পাওয়া যেত।


টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি। টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’


এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন যৌক্তিক কারণেই এসব কার্ড বাতিল হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

//এল//

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ

পিরোজপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি গঠন

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

ইসির নিয়োগ পরীক্ষা স্থগিত

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ আহত ৫

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত

গৃহকর্মীদের কল্যাণে অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ

‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে’ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ

‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা রিজভীর

খোঁজ মিলেছে রুবিনাকে হেনস্তা করা সেই গাড়ি মালিকের

আগামী সপ্তাহে নিলামে উঠছে ২৪ এমপির গাড়ি 

চাল-মুরগির দামে অস্বস্তি

৭৪ বছর বয়সে ডিম পাড়ল অ্যালবাট্রস পাখি