ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১০ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ২০:০৫, ১০ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্যু

সংগৃহীত ছবি

কর্মি সমাবেশের মিছিলে স্লোগান দিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা ফারুক। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে যুবদলের কর্মি সমাবেশের মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

নিহত মো. ওমর ফারুক (৩৫) সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদল একটি কর্মি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যুবদল নেতা ফারুক স্থানীয় বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়ে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান শোক জানিয়েছেন। তিনি যুবদল নেতা ফারুকের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, বিষয়টি আমি শুনেছি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফন করা হবে।  
 

//এল//

পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

যে যে খাবার খেলে সর্দি, কাশি ভালো হয়

১০ জেলার শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্যু

পীরগঞ্জে পাবলিক ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

খুলনাকে হেসে খেলে হারালো দুর্বার রাজশাহী

সরিষাবাড়ীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

ঢামেক মর্গে পড়ে আছে ছাত্র আন্দোলনে শহীদ ৬ মরদেহ

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস

যৌন হয়রানি প্রতিরোধে আইনের প্রয়োজনীয়তা

নিপুণকে ছেড়ে দিয়েছে পুলিশ, লন্ডনযাত্রা বাতিল

মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ সিদ্দিক, বিকল্প ভাবছে লেবার পার্টি

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি-গাড়ি