ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১০ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

কক্সবাজারে কলেরা রোগী বাড়ছে, রবিবার থেকে ভ্যাকসিন প্রয়োগ 

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার থেকে

প্রকাশিত: ১৮:৪৮, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫১, ৯ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে কলেরা রোগী বাড়ছে, রবিবার থেকে ভ্যাকসিন প্রয়োগ 

ছবি: উইমেনআই২৪ ডটকম

কক্সবাজারে আশংকাজনক হারে বাড়ছে কলেরা রোগীর সংখ্যা। এ পরিস্থিতিতে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে জেলার ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জন স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন। এর মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৯৯৭ জন এবং রোহিঙ্গা ৯ লাখ ৪৮ হাজার ৫১৭ জন।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল।

তিনি জানান, আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। এতে কক্সবাজারের সব রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও উখিয়ার সকল ইউনিয়ন, টেকনাফের হোয়াইকং ও হ্নীলা ইউনিয়ন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের পুরাতন ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ নির্বাচিত এলাকাগুলো অন্তর্ভুক্ত থাকবে। এক বছরের বেশি বয়সী সবাইকে এই টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের টিকা খাওয়ানো হবে না। ইউভিকল এবং ইউভিকল-প্লাস নামের মুখে খাওয়ার এই টিকা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহজ। এটি ফ্রিজ ছাড়াও ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ১০ দিন পর্যন্ত ভালো থাকে। 

তিনি আরো জানান, এবারের ক্যাম্পেইনে স্থানীয় এলাকাগুলোর জন্য ২৭২টি টিম গঠন করা হয়েছে। যেখানে ৭৪৪ জন ভলান্টিয়ার প্রতিদিন ৩০০ জনকে টিকা দেবেন। রোহিঙ্গা ক্যাম্পে ১৬০৫টি টিম ৩২১০ জন স্বেচ্ছাসেবীসহ প্রতিদিন ৩০টি বাড়ি পরিদর্শন করবে। আগামী ১২ জানুয়ারি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। একই দিনে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ কার্যক্রম শুরু হবে। 

এর আগে ২০১৭-১৮, ২০১৯, এবং ২০২১ সালে কক্সবাজারে সাতটি সফল কলেরা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ২০২৪ সালের জুন থেকে পুনরায় কলেরা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে কারো মৃত্যু হয়নি এবং সবাই সুস্থ আছেন। 

প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউ

‘৭১ এর ভূমিকা নিয়ে জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে’

লস অ্যাঞ্জেলসে দাবানল: আগুনে ভস্মীভূত হলিউড হিলস

নান্দনিক পরিবেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা

কালো তালিকাভুক্ত প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিল

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

রাখাইনে বিমান হামলায় নিহত ৪০

শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব

‘আলাদিনের চেরাগ নেই যে, সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে’ 

শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে কলেরা রোগী বাড়ছে, রবিবার থেকে ভ্যাকসিন প্রয়োগ 

কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ  

জুলাই ঘোষণাপত্র নিয়ে যা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

‘ফেব্রুয়ারির মধ্যেই সবার হাতে নতুন বই পৌঁছাবে’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি সিইসির