ফাইল ছবি
কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ৮ জানুয়ারি (বুধবার) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিদুয়ান টিপু নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায়সার হামিদ।
ধর্ষণের স্বীকার ওই নারী বলেন, ‘আমার স্বামী চিকিৎসার কাজে চট্টগ্রাম শহরে আছেন। সেদিন রাতে বাড়িতে আমি ও আমার ননদ প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ৩টার দিকে আমার বাড়ির জানালা ভেঙে কয়েকজন সন্ত্রাসী ঘরে প্রবেশ করে। এরপর তারা আমার কাছে আলমালির চাবি চাইলে দিতে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা চাবি নিয়ে আলমারির ভেতর থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।’
ভূক্তভোগী ওই নারীর ননদ বলেন, ‘আমার ভাবীকে শারীরিকভাবে নির্যাতন চালানোর পর বাসায় জমানো টাকা লুট করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী।’
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলী বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে একদল সন্ত্রাসী আমার এক আত্মীয় কে ধর্ষণ করেছে । আমি বিষয়টি জেনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি এবং প্রশাসনে খবর দিয়েছি।’
মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মুহাম্মদ রায়হান জানান, ‘ওই গৃহবধূকে ধর্ষণের আলামত পেয়েছি। তার চিকিৎসা চলছে।’
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি । এঘটনায় উত্তর নলবিলা এলাকার রিদুয়ান টিপু নামের এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনী তৎপরতা চলমান।’
ইউ